
রবিবার ০৪ মে ২০২৫
ইস্টবেঙ্গল– ০
আর্কাদাগ–১ (গুরবানভ)
সম্পূর্ণা চক্রবর্তী: ঘরের মাঠে ম্যাচ। বিপক্ষে কোনও বিদেশি নেই। এমন সুযোগ সচরাচর আসে না। কিন্তু বুধবার রাতে যুবভারতীতে সুবর্ণ সুযোগ হাতছাড়া করল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এফসি আর্কাদাগের কাছে ০–১ গোলে হার অস্কার ব্রুজোর দলের। যার ফলে কঠিন হল অঙ্ক। সেমিফাইনালে যেতে হলে ১২ মার্চ আস্কাবাদে রিটার্ন লেগে দুই গোলের ব্যবধানে জিততে হবে ইস্টবেঙ্গলকে। অ্যাওয়ে ম্যাচ ড্র হলেও গড়ে পরের রাউন্ডে চলে যাবে তুর্কমেনিস্তানের দল। অর্থাৎ জোড়া গোলের মার্জিনে জয় ছাড়া কোনও গতি নেই। ঘরের মাঠে হারই কাল হল ইস্টবেঙ্গলের। দুই দলের মধ্যে উনিশ–বিশ পার্থক্য। একটি মাত্র গোল ব্যবধান গড়ে দেয়। গোটা ম্যাচেই ছন্নছাড়া ফুটবল দুই দলের। তবে তারমধ্যেও গোলের সুযোগ বেশি ছিল লাল হলুদের। কাজে লাগাতে পারেনি মেসি, সেলিস, দিমিত্রিরা। সপ্তাহের মাঝে খেলা হলেও প্রায় ২০ হাজার সমর্থক হাজির ছিল স্টেডিয়ামে। নবাগত কমজোরি প্রতিপক্ষের বিরুদ্ধে জয় দেখতে এসে হতাশ হয়ে মাঠ ছাড়তে হল।
প্রথম একাদশে পাঁচ বিদেশিকে রেখে শুরু করেন অস্কার ব্রুজো। বিপক্ষ বিদেশিহীন। শুধুমাত্র স্থানীয়দের ওপর আস্থা রাখেন আর্কাদাগের কোচ। শুরুতে বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ডিয়ামানটাকোস এবং মেসিকে সামনে রেখে শুরু করেন ব্রুজো। শুরুটা খারাপ করেনি লাল হলুদ। বল ধরে নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু আহামরি নয়। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় আর্কাদাগ। হেক্টর ইউস্তের ভুল ক্লিয়ারেন্স থেকে আক্রমণের সূত্রপাত। তির্কিশভের পাস থেকে গড়ানো শটে গোল করেন গুরবানভ। ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। কিন্তু দিশাহীন ফুটবল। দিমিত্রিয়স যে কে সেই। বেশ কয়েকবার গোলের মুখে পৌঁছে গেলেও, কাজের কাজ করতে পারেননি। এদিনও সেই অহেতুক মেজাজ হারালেন। মেসিকেও চেনা ছন্দে পাওয়া যায়নি। মাঝমাঠ সচল রাখার দায়িত্বে ছিলেন ক্রেসপো। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি চোট পাওয়ায় পর কিছুটা ম্লান দেখায় স্প্যানিশ প্লেমেকারকে।
প্রথমার্ধে ইস্টবেঙ্গলের একমাত্র সুযোগ ৪৫+১ মিনিটে। সহজ সুযোগ মিস করেন মেসি বাউলি। বরং বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল তুর্কমেনিস্তানের দলের কাছে। ৪৪ মিনিটে গুরবানভের হেড বাঁচান প্রভসুখন গিল। বিরতিতে ০–১ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। অস্কারের জমানায় আইএসএলে দ্বিতীয়ার্ধে ভাল খেলছে লাল হলুদ। এদিনও বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় মেসি, সেলিসরা। কিন্তু বক্সের বাইরেই যত দাদাগারি। অ্যাটাকিং থার্ডে ব্যর্থতা। একাধিক সুযোগ মিস। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অতি রক্ষণাত্মক ফুটবল তুর্কমেনিস্তানের দলের। এক পয়েন্টের লক্ষ্য নিয়ে নেমেছিল। শুরুতে গোল পেয়ে যাওয়ায় বাকি সময়টা নিজেদের রক্ষণের মোড়কে মুড়ে ফেলে। দশজনে রক্ষণে নেমে যায়। আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল। পায়ের জঙ্গলে আটকে যায় লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ৭১ মিনিটে নিশ্চিত গোল মিস ইস্টবেঙ্গলের। পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে দেন সেলিস। বিষ্ণু, ক্লেইটনকে নামিয়েও কোনও লাভ হয়নি। ইস্টবেঙ্গলের গ্রিক তারকার এমনই অবস্থা, ৮৩ মিনিটে তাঁকে তুলে নেওয়ার সময় করতালি দেয় গ্যালারি। শেষদিকে সমতা ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু ক্রেসপোর মিস। আইএসএলের সুপার সিক্স থেকে ছিটকে যাওয়ার পর এএফসিতেও অঙ্ক জটিল হল ইস্টবেঙ্গলের।
ছবি: অভিষেক চক্রবর্তী
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?
নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা
ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা
দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?
ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার
স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা